Google Drive Use. গুগুল ড্রাইভ সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তরঃ
- প্রশ্নঃ- গুগুল ড্রাইভের কোন ফাইল অন্য জিমেইলে শেয়ার করলে যদি অন্য জিমেইল এর এডমিন ফাইলটি রিমোভ করে দেন, তাহলে কি প্রেরক জিমেইল এর ড্রাইভে ফাইলটি সংরক্ষিত থাকবে? উত্তরঃ- অবশ্যই সংরক্ষিত থাকবে।
- প্রশ্নঃ- গুগুল ড্রাইভের কোন google sheets ফাইলকে অন্য জিমেইলে শেয়ার করলে কি অন্য জিমেইলটি তা ইডিট করতে পারবে? উত্তরঃ- যাবে।
- প্রশ্নঃ- যে জিমেইল হতে google sheets ফাইল ক্রিয়েট করা হয়েছে তা হতে যদি google sheets ফাইলটি ডিলিট করা হয়, তাহলে কি তা শেয়ার করা জিমেইলের ড্রাইভে পাওয়া যাবে? উত্তরঃ- না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷