What to do if the keyboard does automatic work | how to fix it when the delete button auto runs. - M. A. Salam Sabbir

Learn and Earn

Breaking

সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

What to do if the keyboard does automatic work | how to fix it when the delete button auto runs.

What to do if the keyboard does automatic work or the delete button auto runs? 

This kind of problem happens to us most of the time when we are doing an urgent task and all of a sudden our laptop or computer keyboards have auto working. : It's very boring. In particular, the delete button automatically deletes a file or folder. We then pull the button up and hold on. The result is fixed for some time. After a while the problem comes back. Auto delete is on again. Then I was thinking maybe it's because of the trojan virus . As a result, we try many types of PC cleaners such as C Cleaner or antivirus apps. If that still does not work, let me install my new operating system. Even then I notice that the buttons are working automatically. Then we have decided to empty the entire hard disk. As a result, there is a great deal of damage. Our long day's work is wasted. Then after all the efforts and setup again W see that the problem is the same as before. That means the keyboard button is not working fine. The keynote was to no avail.

Solution: -


The key is to never worry about such problems. Because the solution is so simple. You just place your keyboard in the sun or under a high-voltage bulb. Keeping the heat in this way will remove the moisture inside. Then work, see that everything is solved easily. Your keyboard is now providing as many services as you would like.

Advice: -


After eating something, try to keep your hands well clean and dry. Then the problem with your keyboard will be less.

কিবোর্ড অটোমেটিক কাজ করলে কি করবো বা ডিলিট বাটন অটো রান করলে কিভাবে ঠিক করবো।এই রকম সমস্যা আমাদের অনেক সময় হয় যখন ্ আমরা কোন জরুরী কাজ করছি আর হঠাৎ করে ্আমাদের লেপটপ বা কম্পিউটারের কিবোর্ড এর কি গুলো অটো কাজ করতে থাকে। :এটা খুবই বিরক্তিকর। বিশেষ করে ডিলিট বাটনটি অনেক সময় কোন ফাইল বা ফোলডার অটোমেটিক ডিলিট করে দেয়। আমরা তখন কি বাটনটিকে উপরে টেনে ধরে নারতে থাকি। ফলে কিছু সময়ের জন্য ঠিক হয়ে যায়।  একটু পর সমস্যাটি আবার চলে আসে। আবারো  অটো ডিলিট চালু হয়। তখন আমার ভাবতে থাকি হয়তো ট্রজন ভাইরাস এর কারণে  এমনটা হচ্ছে । ফলে আমরা পিসি ক্লিন করার জন্য অনেক রকম চেষ্টা করি যেমন সি ক্লিনার বা এন্টিভাইরাস এপ্স এপ্লাই করি । তখনও কাজ না হলে আমার নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল দেই। তারপরও লক্ষ্য করে দেখি যে বাটন গুলো অটো কাজ করেই যাচ্ছে। তখন আমরা সম্পূর্ণ হার্ডডিক্সটাই খালি করার সিদ্ধান্ত নেই । ফলে অনেক বড় রকমের ক্ষতি হয়ে যায়। আমাদের দীর্ঘ দিনের কাজ নষ্ট হয়ে যায়। অতপর সব চেষ্টা শেষ করে আবার সেটাপ দিয়ে দেখি যে সমস্যাটি আগের মতোই আছে। অর্থাৎ কিবোর্ড এর বাটন অটো কাজ করেই যাচ্ছে। মূল কথা কোন লাভ পাওয়া গেলো না ।
সমাধান:-া
মূল কথা হলো এরকম সমস্যায় পরলে কখনো ঘাবনড়াবেন না। কারণ এর সমাধান খুবই সহজ। আপনি শুধু আপনার কিবো্র্ডটি কে রোদে রাখুন বা কোন হাই বোল্টেজ বাল্ব এর নিচে রাখুন। এভাবে রেখে তাপ দিলে ভিতরের আদ্রতা দূর হয়ে যাবে। তারপর কাজ করে দেখুন , দেখবেন সবকিছু সহজে সমাধান হয়ে গেছে। আপনার কিবোর্ড টি এখন অনেক ভালো সার্ভিস দিচ্ছে যেমনটা আপনি চাইতেন।
উপদেশ:-
কোন  কিছু খাওয়ার পর হাত ভালো করে পরিষ্কার করে ভালো ভাবে শুকনো রাখার চেষ্টা করবেন। তাহলে আপনার কিবোর্ড টি তে সমস্যা কম হবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Pages